সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪
সর্বক্ষেত্রে তথ্যের অবাধ প্রবাহ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।তাহলে সরকারের কাজের সুফল মিলবে।সাংবাদিকদের অনুসন্ধানমুলক প্রতিবেদন, উন্নয়ন, অপরাধ ও জনস্বার্থমুলক প্রতিবেদনসহ বিশেষ জনগুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো আমলে নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। দেশের সাম্প্রতিক পরিবর্তনের প্রত্যাশা ও আকাংখাকে মুল্য দিতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে সরকারের বিভিন্ন দফতরে অভিযোগ করলে যাতে সাধারণ মানুষ প্রতিকার পান সে দিকে সবাইকে নজর দিতে হবে। নতুবা বিপ্লবের কাংখিত লক্ষ্য ব্যাহত হবে।
সোমবার(৩০ডিসেম্বর) দুপুরে আঞ্চলিক তথ্য অফিস, সিলেট এর উদ্যোগে “অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত” অংশীজনের সমন্বয়ে অবহিতকরণ সভায় বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন।
আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মো: মমিনুল হক এর সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন দৈনিক জালালাবাদ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, দৈনিক সিলেট মিরর এর নির্বাহী সম্পাদক মো: জিয়াউস শামস শাহীন,বাংলাদেশ বেতার এর সিলেট জেলা সংবাদদাতা এম এ রহিম, দৈনিক জৈন্তা বার্তা’র নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, দৈনিক কাজিরবাজারের সিনিয়র রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ প্রমুখ।
সভায় দৈনিক জালালাবাদ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর উন্নয়ন অগ্রযাত্রার পাশাপাশি সমস্যা সম্ভাবনার খবরগুলো সরকারের সংশ্লিষ্টমহলে পৌঁছে দিতে এবং এসব ব্যাপারে যাতে কার্যকর ব্যবস্থা নেয়া হয় সেজন্য তথ্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মো: মমিনুল হক তথ্য অফিসের কার্যক্রম গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করে বলেন, সরকারের সেবাসমুহের সুফল জনগনের দোড়গৈড়ায় পৌঁছে দিতে কাজ করেন সাংবাদিকরা। তাই তথ্য অফিসের সার্বিক কাজেও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025