সিলেট ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪
সিলেটের শাহপরানে ইনসান এইড এর উদ্যোগে গরীব অসহায় রোগীদের বিনামূল্যে দিনব্যাপী চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২১ ডিসেম্বর) শাহপরান ইসলামাবাদস্থ ইনসান এইড সেন্টারে ব্রাদার্স রফু মিয়া ও রানা মিয়া’র সাপোর্টে ও ইনসান এইড এর চেয়ারপার্সন হাফিজ মাওলানা ইউসুফ সালেহ এর নির্দেশনায় বিনামূল্যে এই চক্ষু শিবির অনুষ্টিত হয়।
ইনসান এইড এর ম্যানেজার ইঞ্জিনিয়ার নূর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক মনজুর রহমান মঞ্জু, আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবারক আলী, সমাজসেবী আব্দুল খালিক।
ইনসান এইড’র প্রজেক্ট অফিসার হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসান এইড’র হিসাব রক্ষক রুবেল আহমদ, ব্লাড ব্যাংকের জাহেদ আহমদ, সাবিব্বর আহমদ, মান্না আহমদ নাসিফ, তফোর আহমদ, শামীম আহমদ, আব্দুল হামিদ। স্বেচ্ছাসবকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের সহ-স্বাস্থ্য পরিবার কল্যাণ সম্পাদক মো. মোনায়েম খান শিহাব, সদস্য ইউসুফ আহমদ রাহি।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে এলাকার দরিদ্র প্রায় ৫০০ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ওসমানী নগর বার্ড চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাদের একটি টিম। মেডিকেল ক্যাম্পে চোখের ছানি অপারেশনের জন্য ৪০ জন রোগীকে বাছাই করার পর তাদের অপারেশনের জন্য বার্ড চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যান্য রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যাণ ও চিকিৎসা সেবায় প্রতিষ্ঠালগ্ন থেকে ইনসান এইড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইনসান এইডের সেবা ও সহযোগীতা পেয়ে দরিদ্র জনগোষ্ঠী প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন। তারই ধারাবাহিকতায় শাহপরানের ইসলামপুরে দরিদ্র ও সুবিধা বঞ্চিত প্রায় ৫ শতাধিক মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন, যা একটি মহতী উদ্যোগে। বক্তারা ইনসান এইডের চিকিৎসাসেবাসহ মানবসেবামূলক কাজ অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহবান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com