কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে সিলেট মহানগর কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪

কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে সিলেট মহানগর কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১১ ডিসেম্বর জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে সিলেট মহানগর কৃষক দলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৮ ডিসেম্বর) রাতে দলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষক দল নেতা হাবিবুর রহমান হাবিব,মাহবুবুর রহমান মমতাজ,সুলতান আহমদ চৌধুরী, নুরুল ইসলাম,উছমান আলী কাচন,মইনুল হক স্বাধীন,শাকিল আহমদ,মোঃ আব্দুল মুকিদ,উকিল আলী প্রমুখ।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষ্য ৪টি উপ-কমিটি গঠন করা হয়। ব্যবস্থাপনা কমিটিগুলো নিম্নরূপ

মিডিয়া ও প্রিন্টার্স কমিটি : মিডিয়া ও প্রিন্টার্স কমিটিতে দায়িত্ব দেয়া হয়েছে সোলেমান আহমদ সিদ্দিকী,হাবিবুর রহমান হাবিব,নুরুল ইসলাম ও উছমান আলী কাচন।

কৃষক সাজ সজ্জা কমিটি : এ কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন
কাজী দেলোয়ার আহমদ,সফিকুর রহমান ওপারভেজ আহমদ।

শৃঙ্খলা কমিটি: এ কমিটির দায়িত্বশীলরা হলেন তাহের আলী সুমন,শাহীন আহমদ ও রাজীব আহমদ।

মাইক ও পরিবহন সাজানো কমিটি: এ কমিটিতে রয়েছেন
সুলতান আহমদ চৌধুরী,মইনুল হক স্বাধীন,শাকিল আহমদ ও সালেহ আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ