সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪
সিলেটের ওসমানীনগরে প্রচীন বিদ্যাপীঠ খুজগীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিংকমিটিতে অভিভাবক প্রতিনিধি হিসাবে স্থান পেয়েছেন ওসমানীনগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক ফজলু মিয়া।
গত ৫ নভেম্বর ১০ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটির অনুমোদন দেন বিদ্যালয় পরিদর্শক মো: মঈনুল ইসলাম। ম্যানেজিংকমিটিতে সভাপত্বি হিসাবে দ্বায়িত্ব পালন করবেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস। পদাধিকার বলে সদস্য সচিবের দ্বায়িত্ব পালন করবেন খুজগীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চন্দ্র দে।
এছাড়া অন্যান্যরা হলেন, সাধারণ শিক্ষক প্রতিনিধ মো. মামুন মিয়া, মো. সাইফুল ইসলাম, রক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সুশান্তি দেবী,অভিভাবক সদস্য সাংবাদিক মো. ফজলু মিয়া,মো. মামুন মিয়া, মুক্তার আলী, মো. মুনসুর আলম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সেলিনা আক্তার।
এদিকে, শনিবার বিদ্যালয় হল রুমে নবগঠিত কমিটির প্রথম আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। বিদ্যালয় হলরুমে আয়োজিত আলোচনা সভায় ম্যানেজিংকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ে সুষ্ট শিক্ষার পরিবেশ বাস্তবায়নে এবং শিক্ষার্থীদের পড়ালেখায় সহযোগীতার আহবান জানানো হয়।
অন্যদিকে, খুজগীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিংকমিটিতে অভিভাবক প্রতিনিধি হিসাবে স্থান পাওয়ায় সাংবাদিক ফজলু মিয়াকে সাংবাদিক,বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com