সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪
সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের দরগাহ মহল্লায় মাজার কেন্দ্রিক অশ্লিলতা, শিরক, বিদাতী কার্যকলাপ বন্ধের দাবীতে পায়রা সমাজকল্যাণ সংঘের নেতৃবৃন্দের সাথে হযরত শাহজালাল র. তৌহিদী কাফেলার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গত ২৫ অক্টোবর শুক্রবার রাতে নগরীর দরগাহ মহল্লাস্থ মুহিবুর রহমান একাডেমীর হল রুমে অনুষ্ঠিত হয়।
পায়রা সমাজকল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দরগাহে হযরত শাহজালাল র: জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, হযরত শাহজালাল র. তৌহিদী কাফেলার সাধারণ সম্পাদক মাওলানা শাহ মমশাদ আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম মোশতাক, আল কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশের সভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, মহানগর ইমাম সমিতি সিলেটের সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন।
পায়রা সমাজকল্যাণ সংঘের পক্ষে বক্তব্য রাখেন অধ্যক্ষ সাইফুল কবীর চৌধুরী, জাহাঙ্গীর আহমদ, মুহাম্মদ আমজাদ হোসাইন, এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নূর, মুফতি আব্দুল খাবির, মুসাদ্দিকুন নবী, নিয়াজ মোঃ আজিজুল করীম, মুহাম্মদ আনোয়ার হোসাইন, রিপন আহমদ, বাবলা জায়গীরদার, ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ, শাহীন আহমদ, হুমায়ুন রশীদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ওলিকূল শিরমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের ঐতিহ্য, পবিত্রতা রক্ষা ও শিরক, বেদাত মুক্ত করার লক্ষ্যে আলেম-উলামা ও ইসলাম প্রেমি মুসলমানগণ সচেতনতার মাধ্যমে প্রতিবাদ গড়ে তোলতে হবে। ইসলামের প্রচার ও কল্যাণে উলামা-মাশায়েখ ও সচেতন মহলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজে অপরাধমূলক কর্মকান্ড নির্মূলের পাশাপাশি শিরক ও বেদাতমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। বক্তারা বলেন, দরগাহ কর্তৃপক্ষে সাথে আলোচনা করে মাজারকে কুরআন-সুন্নাহ আলোকে পরিচালনা করতে হবে। মাজারে আগত দর্শনার্থীদের অবগতির জন্য করণীয় ও বর্জনীয় কাজগুলো সাইনবোর্ডের মাধ্যমে জানাতে হবে। বক্তারা শান্তি-শৃঙ্খলা, সৌহার্দ, সম্প্রীতি রক্ষা ও মাজারকে শিরক-বিদাত মুক্ত রাখতে আলেম সমাজ ও সচেতন মহলকে এক যোগে কাজ করার আহবান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com