সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪
“ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ জৈন্তাপুরের সন্তানরা সমাজের সর্বক্ষেত্রে অবদান রাখছেন”
জৈন্তাপুর উপজেলার কৃতি সন্তান, দৈনিক আলোকিত সিলেট এর ভারপ্রাপ্ত সম্পদক মোহাম্মদ গোলজার আহমদ সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে জৈন্তাপুর উপজেলার দিগারাইল ছাত্র ও যুব সমাজ।
রোববার বিকেলে উপজেলার দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ আজাদ।
যুব সংগঠক দুলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৃহত্তর জৈন্তা উন্নয়ন ফোরামের সভাপতি ও সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম. এম রুহেল।
নাঈম আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সূচিত অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আলহেরা ডিজিটাল আইটির পরিচালক জুবায়ের আহমদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ জৈন্তারাজ্য। এই অঞ্চলে সুসন্তানরা সমাজে সর্বক্ষেত্রে অবদান রাখছেন। গোলজার আহমদ জৈন্তাপুর উপজেলা থেকে গিয়ে সিলেটজুড়ে আলো ছড়াচ্ছেন।
সংবর্ধনার জবাবে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ বলেন, আমি আজ আবেগাপ্লুত। যে বিদ্যালয় থেকে আমার শিক্ষাজীবন শুরু হয়েছিল, সেই বিদ্যালয়ে আজ আমাকে সম্মানিত করা হচ্ছে। যতদিন বেঁচে থাকব এই ঋণ শোধ করতে পারব না। যতদিন বেঁচে থাকব এই এই জনপদের মানুষের জন্য কাজ করব। আল্লাহ তায়ালা যদি আমাকে কবুল করেন তাহলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জৈন্তাপুরবাসীর জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক জৈন্তাবার্তার জৈন্তাপুর প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, আজকের সিলেট এর জৈন্তাপুর প্রতিনিধি ইমাম উদ্দিন, মাওলানা জামিল বিন মুজাফ্ফর, দৈনিক কাজিরবাজার এর জৈন্তাপুর প্রতিনিধি মুরাদ হাসান, সাংবাদিক বিলালুর রহমান, যুব সংগঠক সালমান আহমদ, আব্দুল লতিফ সরকার প্রমূখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com