সিলেট ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম আব্দুল মালিকের দীর্ঘ ২৩ বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ।
তিনি বলেন, সিলেটের দক্ষিণ সুরমার তেতলীর কৃতি সন্তান রাজনীতিবিদ ও সমাজসেবী এম আব্দুল মালিক সুদূর প্রবাসে থেকে সবসময় দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছেন। দীর্ঘ ২৩ বছর পর বাংলাদেশের মানুষের কাছে থেকে সেবামূলক কাজের লক্ষ্যে এম আব্দুল মালিক জনপ্রতিনিধি হতে চাইলে সর্বস্তরের জনগণ তাকে সহযোগিতা করবেন বলে আশাবাদী।
সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদ সমাজসেবী এম আব্দুল মালিক দেশ ও জনগণের কল্যাণে মহতি উদ্যোগ গ্রহণ করলে সবাই এম আব্দুল মালিককে সহযোগিতা করার আহবান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com