সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫
গাজা ও রাফায় ইজরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতি সিলেটের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে শুকরিয়া মার্কেটের সামন থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কিবরিয়া হোসেন নিঝুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রূপন খান এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি এনামুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাবুল মিয়া, অর্থ সম্পাদক কামিল হোসেন, সদস্য ফয়জুন নূর ফয়েজ, কয়ছর মিয়া, সায়মন আহমেদ চৌধুরী প্রমুখ। এছাড়াও প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে মার্কেটের সর্বস্থরের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা গাজা ও রাফায় ইজরায়েলি বর্বরোচিত নৃশংসতা ও গণগত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই, বোন, শিশুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে, এটা অমানবিক। অনতিবিলম্বে এই মুসলমান হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।
বক্তারা বলেন, মুসলমানদের আর বিভক্ত থাকার সময় নেই। বিশ্বের মুসলিম জাতি যদি এক হয়ে হুংকার দেয়, তাহলে ইজরায়েলি হামলাকারীরা আর রক্ষা পাবে না।
বক্তারা বিশ্বের মুসলমানদের ফিলিস্তিনের গাজায় মানুষের পাশে দাঁড়ানো আহবান জানিয়ে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ভূমিকা গ্রহণ করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025