সিলেট ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫
তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা সিলেট এর উদ্যোগে ঘরের বাইরে থাকা নিম্ন আয়ের রোজাদারদের ইফতার ৩য় পর্ব বিতরণ করা হয়েছে শুক্রবার ( ২১শে মার্চ ) বাদ আসর খাসদবীর পয়েন্ট এ ইফতার বিতরণের কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, অনেকেই আছেন যারা কাজের কারণে বাসায় ইফতার করতে পারেন না। তাদেরকে তেমন কিছু খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না। তবে আমরা তাদের হাতে ইফতার তুলে দিচ্ছি। পুরো মাস জুড়ে প্রত্যেক শুক্রবার নির্দিষ্ট স্থানে এ কার্যক্রম চলবে।
ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, উপদেষ্টা আব্দুর রাজ্জাক বাবুল,সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান বারেক, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল হাফিজ খান, হাজী সাজ্জাদুর রহমান, আনোয়ার হোসেন মিসবাহ, সাধারণ সম্পাদক মোঃ মুহিবুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ হোসেন মিজান, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খান মুছাদদিক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মুসাসহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ রিজভী, প্রচার সম্পাদক শহীদুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক মুরাদ খান নাহিদ, ধর্ম সম্পাদক মোঃ ছদরুল ইসলাম, ক্রিয়া সম্পাদক আমান খান কয়েছ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন, পাঠাগার সম্পাদক সৈয়দ আজিম হোসেন, তত্ত্ব ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইব্রাহিম খান রাকিব, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হোসেন খান ইমাদ।
সদস্যরা হলেন- মোঃ আনোয়ার হোসেন, আলী মোজতবা সাজু, মোঃ ইকবাল হোসেন রুহেল, মোঃ জুবায়ের খান, আবু হুরায়রা খান নাজিম,মো আখতারুজ্জামান মাসুক প্রমূখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025