সিলেট ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫
ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) সিলেট জোনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ১১ মার্চ মঙ্গলবার নগরীর সোবহানিঘাটস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
ফ্যাকড-ক্যাব সিলেট জোনের সভাপতি মোঃ ফেরদৌস আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু তৈয়ব দিপু’র পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেল্টা’র (সিলেট ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেইনিং ইন্সটিটিউট ) প্রেসিডেন্ট খালেদ আহমদ, সেক্রেটারী সুলতান আহমদ, ব্রিটিশ কাউন্সিল সিলেটের এর এক্সামিনেশন সার্ভিসের ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ, ইউ সি বি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার নজরুল ইসলাম, পূবালী ব্যাংক লিমিটেড দরগাহ গেইট শাখার জি.এম মাকসুদা বেগম, ইস্টার্ন ব্যাংক উপশহর শাখার ম্যানেজার মোঃ বাহার উদ্দিন, উক্ত ইফতার মাহফিলে ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ফ্যাড-ক্যাব সিলেট জোনের সদস্য, ইউনিভার্সিটির প্রতিনিধি ও এডুকেশন কনসালটেন্ট বৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ফ্যাড-ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মোঃ আব্দুল হাফিজ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান সিয়াম সাধনা ও তাকওয়ার মাস, আত্মশুদ্ধি ও আত্মগঠনের মাস, কল্যাণ ও বরকতের মাস, রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সর্বজনীন-কল্যাণে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025