সিলেট ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের দাউদপুর কোনারপাড়া পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুতলী ছাহেব কিবলা রহঃ ও মরহুম সৈয়দ আলী এবং গ্রামের মুর্দেগানের ঈসালে সওয়াব উপলক্ষে ১৪তম বার্ষিক ওয়াজ মাহফিল ও খতমে কুরআন গত ৭ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় শুরু হয়ে মধ্যরাতে মসজিদ সংলগ্ন মাঠে সম্পন্ন হয়েছে।
ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী।
দাউদপুর কোনারপাড়া পাঞ্জেগানা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবী হাজী মোঃ এনাম উদ্দিনের সভাপতিত্বে ও মসজিদের ইমাম আব্দুল জলিল ছায়মনের পরিচালনায় মাহফিলে প্রধান বক্তার বয়ান পেশ করেন মাওলানা ড. মুফতী আহমদ হাসান- গাজীপুর, ঢাকা, প্রধান আকর্ষণের বয়ান পেশ করেন আবু বকর রাঃ জিরো পয়েন্টে মসজিদের খতিব্ মাওলানা হুসাইন আহমদ সুমন দুবাগী। আমন্ত্রিত উলামাদের মধ্যে বয়ন পেশ করেন ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদরাসার মাওলানা সিব্বির আহমদ, দাউদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ আব্দুল্লাহ, দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদরাসার আরবী প্রভাষক মাওলানা জয়নাল আবেদীন সিরাজপুরী, আল্লামা সায়দা রহঃ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা হাফিজ আছকর আলী, পূর্ব রেঙ্গা হিফজুল কুরআন দাখিল মাদরাসা সহ সুপার মাওলানা মকবুল হোসেন, মোল্লারগাঁও ছনুপাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা কে.এম সুরমান আলী।
মাহফিলে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওলিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমদ চৌধুরী, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হেলাল উদ্দিন আহমদ, বিশিষ্ট মুরব্বী আলাউদ্দিন আলাই, আব্দুন নুর, ওস্তার আলী, শাহীন আহমদ, নাজিম উদ্দিন, সেলিম আহমদ, ফয়সল আহমদ সহ দাউদপুর কোনারপাড়া পাঞ্জেগানা মসজিদ পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন হাফিজুর রহমান, কামিল আহমদ, হাবিবুর রহমান জিহান।
শেষে এলাকার মরহুমদের রূহের মাগফেরাত, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ড. মুফতী আহমদ হাসান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com