SylhetNewsWorld | ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিতে সিলেটে ব্যবসায়ীদের মানববন্ধন - SylhetNewsWorld
সর্বশেষ

ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিতে সিলেটে ব্যবসায়ীদের মানববন্ধন

  |  ১৫:০৪, এপ্রিল ০৬, ২০২১

সিলেটে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (৬ এপ্রিল) সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিলেটের সকল ব্যবসায়ীরা মানববন্ধন করেন।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, সামনেই পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে আমাদের বেচাকেনা হয়। এখনই বেচাকেনা শুরু হওয়ার কথা। গত লকডাউনের ক্ষত এখনও শোকায়নি, আবারও লকডাউনে পড়ে গেলাম। ঈদ উপলক্ষ্যে ব্যাংক থেকে লোন নিয়ে দোকানে মাল উঠিয়েছে। মালগুলো বিক্রি করতে না পারলে বিরাট লোকসানের মুখে পড়বো।

বক্তারা বলেন, গত বছরের লকডাউনের লোকসান এখনও কাটিয়ে উঠতে পারিনি। ব্যাংক লোন, কিস্তি, ঋণ বাকী রয়েছে। অথচ- আবারো লকডাউন শুরু হয়েছে। ব্যবসার এ মৌসুমে লকডাউন দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে।

তাই ব্যবসায়ীদের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ