টিনেজারদের ওপর টিকার পরীক্ষা চালাচ্ছে জেঅ্যান্ডজে

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১ | আপডেট: ৩:৪২:অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১

১৬ থেকে ১৭ বছর বয়সীদের ওপর করোনা ভাইরাসের টিকার পরীক্ষা শুরু করেছে জনসন অ্যান্ড জনসন (জেঅ্যান্ডজে)। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থিত এই প্রতিষ্ঠান জানিয়েছে গত সেপ্টেম্বরে তারা প্রাপ্ত বয়স্কদের ওপর এই টিকার পরীক্ষা শুরু করে। তবে এর সঙ্গে এখন যুক্ত হয়েছে টিনেজাররা। প্রথমে ১৬ থেকে ১৭ বছর বয়সী টিনেজারদের ওপর এই পরীক্ষা চালানোর পর তা ১২ থেকে ১৫ বছর বয়সীদের ওপর প্রয়োগ করা হবে। জেঅ্যান্ডজে বলেছে, তাদের প্রথম এমন টিনেজার বাছাই করা হচ্ছে বৃটেনে এবং স্পেনে। এর সঙ্গে যুক্ত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং নেদারল্যান্ডস। এই পরীক্ষার মাধ্যমে জেঅ্যান্ডজে আবিষ্কৃত টিকার কার্যকারিতা এবং নিরাপত্তা যাচাই করবে। এ খবর দিয়েছে অনলাইন আউটলুক ইন্ডিয়া।