লকডাউন ও সাধারণ ছুটি নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১ | আপডেট: ২:৫৩:অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১

কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় আবারও সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে যে গুঞ্জন চলছে সে বিষয়ে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস পরীক্ষা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকরা করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় সাধারণ ছুটি বা লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা জানতে চান স্বাস্থ্যমন্ত্রীর কাছে। তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সর্বোচ্চ পর্যায় থেকে এমন কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেবে।

জাহিদ মালেক আরও বলেন, ‘এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো অর্ডার পাস করে না।’

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, ‘আমরা পরীক্ষা নিচ্ছি। স্বাস্থ্যবিধি ও সেবায় বেশি নজর দিচ্ছি। যেসব জায়গায় করোনা বাড়ছে সেগুলো আমরা তুলে ধরেছি। সেসব জায়গা নিয়ন্ত্রণ করতে পারলে সংক্রমণ বাড়বে না। তাই করোনার উৎপত্তিস্থল বন্ধ করতে হবে।’