স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, |                          

স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়তে হবে বলে নাগরিকদের সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। রোববার সকালে কেন্দ্রীয় ঔষধাগারের ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

এসময় গত কয়েকদিন ধরে দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, জনগণের সহযোগিতা না পেলে করোনা সংক্রমণ কমানো সম্ভব না। স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনা। সংক্রমণ ২ থেকে ১০ শতাংশে উঠেছে। স্বাস্থ্য বিধি মেনে চলুন। না হলে মোবাইল কোর্টের জরিমানার মুখে পড়বেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক ওষুধ ও ভ্যাকসিনই দেশে তৈরি হয়। ওষুধের মতো ভ্যাকসিনও দেশে তৈরির চেষ্টা হচ্ছে। আমরা একটি কারখানাও দেখেছি। দেশেই করোনার টিকা উৎপাদনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা সেদিকে আগাচ্ছি।