‌‌আমার পা উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে : মমতা

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, |                          

বিজেপিকে একহাত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যের খড়গপুরের কলাইকুন্ডার সভায় নিজের উপর হামলার কথা তুলে ধরে তৃণমূল প্রধান বলেছেন, ‘‌আমার পা উড়িয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। গুঁড়িয়ে দেয়ার চেষ্টা হয়েছে। আমি না বেরুলে বাংলা দখল করে নেবে বিজেপি।’‌ বাংলার নেত্রীর এই মন্তব্য নিয়ে রাজ্য–রাজনীতিতে মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
রাজ্য সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর ঠিক এদিনই তৃণমূল নেত্রী তীব্র আক্রমণ শানিয়ে বলেন, ‘‌বিজেপিকে একটি ভোটও দেবেন না। কারণ বিজেপি দুঃসহ গরমের থেকেও দুঃসহ অত্যাচার শুরু করেছে। বিজেপিকে বাংলা দখল করতে দেয়া যাবে না। তাই পায়ে ব্যথা নিয়েই মা–বোনেদের সঙ্গে দেখা করতে এসেছি।’‌

মমতা বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘ বিজেপি চায় বাইরের গুন্ডা পাঠিয়ে বাংলাকে দখল করতে।

আপনারা কী চান বাড়ি–দোকান দখল হয়ে যাক! আগামী মে মাস থেকে সব বিধবারাই ভাতা পাবেন। বিজেপির আর একটা গেম প্ল্যান আছে তা হলো–এনপিআর। ভোট না দিলে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে বলবে তুমি বাদ। আমরা এনপিআর বাংলায় করতে দিইনি। বিজেপিকে বলুন তোমাদের দূর করে দিলাম। বাইরের গুন্ডারা এসে ভয় দেখাচ্ছে। খুনীদের মাস্টার। সামনে হরি হরি পেছনে ডাকাতি করি।’
খড়গপুরের কলাইকুন্ডার সভা থেকে আঘাত লাগার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‌আঘাত আগেও লেগেছে। আমার মাথায় ৪৬টা সেলাই পড়েছে। চোখে অপারেশন হয়েছে। কারণ আমাকে গুলি করার চেষ্টা করা হয়েছিল। কোমরে লাঠির বাড়ি মেরেছিল এখনও বেল্ট পড়তে হয়। দু’‌হাত ভেঙে দিয়েছিল। পা বাকি ছিল। এখন সেটাও গুড়িয়ে দেয়ার চেষ্টা করল।’‌

বিজেপিকে তুলোধনা করে জনগণের উদ্দেশ্যে মমতার বার্তা- ওরা ভোট লুঠের চেষ্টা করলে হাতা–খুন্তি নিয়ে তেড়ে যান। ভোটের দিন মেশিন খারাপ করে বাড়ি ফেরত পাঠিয়ে দিতে চাইবে। তখন কারো দেওয়া চা–বিস্কুট, কিছু খাবেন না। কিছু মিশিয়ে খাইয়ে দিতে পারে।