ঢামেকে করোনা আইসিইউতে আগুন, ৩ রোগীর মৃত্যু

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২১ | আপডেট: ৯:৪৪:পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২১

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী স্থানান্তরের সময় ৩ রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রি. জে. নাজমুল হক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ তিনজনই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার পর তাদের হাসপাতালের অন্য বিভাগে সরিয়ে নেওয়া হয়। সেখানেই তাদের মৃত্যু হয়েছে। তাদের কারো মৃত্যুই আগুনে পুড়ে হয়নি।

এর আগে বুধবার সকাল সোয়া ৮ টার দিকে ঢামেকের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।