SylhetNewsWorld | ১৮ বছরপর দক্ষিণ সুরমার ৩টি ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে - SylhetNewsWorld
সর্বশেষ

১৮ বছরপর দক্ষিণ সুরমার ৩টি ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে

  |  ০৭:৫৮, মার্চ ১৬, ২০২১

সিলেটের দক্ষিণ সুরমার ৩টি ইউনিয়ন পরিষদে আইনি জটিলতায় দীর্ঘ ১৮ বছর ধরে নির্বাচন হচ্ছে না। নির্বাচন না হওয়া ইউনিয়নগুলো হচ্ছে- দক্ষিণ সুরমার তেতলি, মোল্লারগাঁও ও কামাল বাজার।

অবশেষে সুপ্রিমকোর্টে দীর্ঘ শুনানি শেষে সোমবার মামলাগুলো নিষ্পত্তির মাধ্যমে এই আইনি জটিলতার অবসান ঘটেছে। এতে তেতলি, মোল্লারগাঁও ও কামাল বাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পথ সুগম হয়েছে।

সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু এসব তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, পৃথক ৩টি রিট পিটিশনের কারণে এ তিন ইউনিয়নে ১৮ বছর যাবত নির্বাচন হয়নি। তবে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টে দীর্ঘ শুনানি শেষে এসব রিট নিষ্পত্তি করে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে এক আবেদন দাখিল করেন। পরে নির্বাচন কমিশন তাকে দ্রুত সময়ের মধ্যে ওই তিন ইউনিয়নে নির্বাচন দেওয়ার আশ্বাস প্রদান করেছেন।

তবে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুজনিত কারণে সিলেট-৩ আসন শূন্য হওয়ায় আগে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর পরপরই এ তিন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ