রক্ত জমাট বাঁধায় অক্সফোর্ডের টিকা রিভিউ করবে ভারত

প্রকাশিত: ৭:৩২ পূর্বাহ্ণ, |                          

টিকা নেয়ার পর রক্ত জমাট বাঁধা নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে অক্সফোর্ড/এস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা রিভিউ করবে ভারত। আগামী সপ্তাহ থেকে এই রিভিউ শুরু হওয়ার কথা। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে আরো বলা হয়, এরই মধ্যে এই টিকা নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে টিকা গ্রহণকারীর রক্ত জমাট বেঁধে যায় এমন বিচ্ছিন্ন রিপোর্ট প্রকাশ হয়েছে। এর প্রেক্ষিতে অক্সফোর্ড/এস্ট্রাজেনেকার টিকা অস্থায়ীভাবে প্রয়োগ স্থগিত রেখেছে ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড এবং থাইল্যান্ড। ভারতের করোনা ভাইরাস বিষয়ক ন্যাশনাল টাস্কফোর্সের সদস্য এন কে অরোরা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা সব রকম প্রতিকূল অবস্থার দিকে নজর রাখছি। বিশেষ করে মারা যাওয়া ও হাসপাতালে ভর্তি হওয়ার মতো মারাত্মক বিরূপ অবস্থার দিকে আমরা দৃষ্টি রাখছি। আমরা বিষয়টি দেখবো যদি কোনো উদ্বেগজনক কিছু পাই।

ভারতে প্রতিকূল ঘটনা খুবই কম। তাই এখনই উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। রক্ত জমাট বাঁধার মতো কোনো ইস্যু আছে কিনা আমরা সে বিষয়টি খতিয়ে দেখবো আবার। আগের দিন ৫৯ থেকে ৬০ জনের মৃত্যু হয়েছে। যা কাকতালীয়। তিনি আরো বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও বার বার পরীক্ষা করা হচ্ছে। উল্লেখ্য, ১২ই মার্চ ৫৬তম দিনে কমপক্ষে ২০ লাখ টিকা দেয়া হয়েছে। ১৬ই জানুয়ারি এই কর্মসূচি শুরু হয়েছে। এ পর্যন্ত ১২ই মার্চ একদিনে সবচেয়ে বেশি টিকা দেয়া হয়েছে। ৮টি রাজ্যে শতকরা ৭৪ ভাগ ডোজ টিকা দেয়া হয়েছে। এর মধ্যে উত্তর প্রদেশ আছে সবার শীর্ষে। সেখানে কমপক্ষে ৩৩ লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে। সব মিলে এখন পর্যন্ত ভারতে ২.৮২ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। ব্যাপক হারে টিকাদান কর্মসূচিতে ভারত ব্যবহার করছে কোভিশিল্প এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন।