নিজাম হাজারী সপরিবারে করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২১ | আপডেট: ৭:২৬:পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২১

ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী সপরিবারে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সহিদ খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সন্ধ্যায় নিজাম হাজারী ও তার সহধর্মিণী নূরজাহান বেগম নাসরিন এবং তাদের একমাত্র কন্যা স্নিগ্ধা হাজারীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মী, ফেনীর সর্বস্তরের জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নিজাম হাজারী।