SylhetNewsWorld | আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় পুলিশসহ নিহত ৮ - SylhetNewsWorld
সর্বশেষ

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় পুলিশসহ নিহত ৮

  |  ১৪:০৮, মার্চ ১৩, ২০২১

আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি থানার বাইরে শক্তিশালী গাড়ি বোমা হামলায় পুলিশসহ ৮ জন নিহত হয়েছেন।

এ হামলায় পুলিশসহ আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। নিহতদের মধ্যে একজন পুলিশও রয়েছেন। আহত হয়েছেন আরও ১১ পুলিশ সদস্য। খবর আল জাজিরার।

প্রাদেশিক হাসপাতালের মুখপাত্র রফিক শিরজাই বলেছেন, শুক্রবার থানার সামনে ওই গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার বিষয়ে এখনও কেউ দায় স্বীকার না করলেও আফগান সরকার এ জন্য তালেবানকেই দায়ী করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ