SylhetNewsWorld | মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক - SylhetNewsWorld
সর্বশেষ

মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

  |  ১৪:৩৫, মার্চ ১১, ২০২১

সিলেট -৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি গভীর শোক এবং দু:খ প্রকাশ হরেছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী জনমানুষের নেতা ছিলেন তার মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো।
সব আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন একজন সম্মুখযোদ্ধা। সিলেট আওয়ামী লীগ এবং জাতীয় রাজনীতিতে তিনি রেখেছেন অসামান্য অবদান। তার মৃত্যুতে বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক একজন লড়াকু নেতাকে আমরা হারালাম। এই শূন্যতা অপূরণীয়।
আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

এ বিভাগের অন্যান্য সংবাদ