SylhetNewsWorld | ঘরে মদ্যপ শ্বশুরের আগুন, অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্যু - SylhetNewsWorld
সর্বশেষ

ঘরে মদ্যপ শ্বশুরের আগুন, অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্যু

  |  ১৪:১৬, মার্চ ১১, ২০২১

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মদ্যপ শ্বশুরের দেওয়া আগুনে দগ্ধ হয়ে এক পুত্রবধূর মৃত্যু হয়েছে। নিহত পুত্রবধূর নাম লিবা খাতুন (২৭)।

বৃহস্পতিবার ভোরে উপজেলার উপজেলার তেওতা ইউনিয়নের দুর্গম আলোকদিয়া চরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়ের জামাই বিল্লাল হোসেন। আহত বিল্লালকে পাবনায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

অভিযুক্ত শ্বশুর আলোকদিয়া চরের কেটি আরদোসের ছেলে জুলহাস (৫৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার ওসি ফিরোজ কবির।

থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে মদ্যপ অবস্থায় তাদের টিনের ঘরে আগুন লাগিয়ে দেয় জুলহাস।

ঘরের ভেতর স্যালোমেশিনের তেল থাকায় ঘরটিতে দ্রুত আগুন ছড়িয়ে যায়। এ সময় ঘরে থাকা তার ১০ মাসের সন্তানসম্ভবা পুত্রবধূ লিবা দগ্ধ হয়ে মারা যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ