
মাহমুদ উস- সামাদ চৌধুরীর মৃত্যুতে এথেন্স মহানগর যুবলীগের শোক প্রকাশ।
সিলেট-৩ আসনের এমপি, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে গ্রীস এথেন্স মহানগর যুবলীগের সকল নেতৃবৃন্দ ।
বৃহস্পতিবার এক শোক বার্তায় এথেন্স মহানগর যুবলীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন, মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি আমাদের সিলেট জেলা আওয়ামীলীগ তথা বাংলাদেশের একজন সৎ মেধাবী রাজনীতিবিত ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী পরিবারের অপূরণীয় ক্ষতি হয়ে গেলে। মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।