২৪ ঘণ্টায় করোনায় আরো ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৯১২

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১ | আপডেট: ২:৪৫:অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪৮৯জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৯১২ জন। মোট শনাক্ত ৫ লাখ ৫২ হাজার ৮৭জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১২২৯ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৫হাজার ৩৪৯জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৭৩টি নমুনা সংগ্রহ এবং ১৭হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪১ লাখ ৮০ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ১৩শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৩শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।