SylhetNewsWorld | প্রেসক্লাবের সামনে যুবদলের সমাবেশ - SylhetNewsWorld
সর্বশেষ

প্রেসক্লাবের সামনে যুবদলের সমাবেশ

  |  ১৪:৪৩, মার্চ ০৪, ২০২১

কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং দায়িত্ব পালনকালে গুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন নিহত হওয়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে যুবদল। আজ সকাল ৯টার দিকে এ সমাবেশ শুরু হয়। এতে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশস্থলের পাশেই পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে আছেন। প্রেসক্লাবের পূর্ব পাশের সড়কেও অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

যুবদলের এই কর্মসূচির কারণে প্রেসক্লাবসংলগ্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। তবে নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনের সড়ক দিয়ে যাতে একটি করে গাড়ি যেতে পারে সেই জায়গা ছেড়ে দিয়েছেন।

যুবদলের এই সমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিনসহ অন্য নেতা-কর্মীরা সমাবেশস্থলে এসেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ