জান্তাবিরোধী পদক্ষেপ নিতে জাতিসংঘকে মিয়ানমার দূতের আহ্বান

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, |                          

জান্তা শাসনের অবসানে সম্ভাব্য জোরালো পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কেইউ মোই টুন।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে সামরিক সরকারের বিরুদ্ধে ব্ক্তব্য দেওয়ার সময় তিনি খুব আবেগী হয়ে পড়েন। এ সময় তার গলা ধরে আসে।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে গত পহেলা ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

এদিকে দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভ দমনে পুলিশের কঠোর অবস্থানের মধ্যে শুক্রবার তার এ আহ্বান মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর চাপ আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

শনিবারও মিয়ানমারের বিভিন্ন এলাকায় বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। বিক্ষোভ ঠেকাতে ইয়াঙ্গুনের বিভিন্ন অংশে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিও দেখা গেছে।

রাষ্ট্রদূত মোই টুন বক্তৃতায় মিয়ানমারের জনগণের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের প্রতি অনুরোধ জানিয়েছেন।

বার্মিজ ভাষায় শেষ কথাগুলো বলে তিনি হাতের ৩ আঙুল দেখিয়ে অভ্যুত্থানবিরোধীদের চিহ্নে পরিণত হওয়া ‘থ্রি ফিঙ্গার স্যালুট’ দেন।

তিনি বলেন, আমাদের চাওয়াই বিজয়ী হবে।

সাধারণ পরিষদে বক্তব্য দিয়ে মোয়ে তুন এরই মধ্যে বিক্ষোভকারীদের কাছে নায়কে পরিণত হয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ভেসে যাচ্ছে একের পর এক প্রশংসা বার্তায়।