ইসরাইলি সেনারা নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেছে

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১ | আপডেট: ৬:৩৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১

যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংগঠনের তদন্তে উঠে এসেছে- গত বছর বেথেলহেম ও জেরুজালেমের মধ্যে একটি চেকপোস্টে ইসরাইলি সেনারা নিরপরাধ এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

আহমেদ এরিকেত (২৭) নামে ওই ফিলিস্তিনি যুবক ২০২০ সালে তার মা ও বোনকে এগিয়ে আনতে রাস্তায় বেরিয়ে ছিলেন। ওই দিন সন্ধ্যায় তার বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। খবর আলজাজিরার।

বোনের বিয়ের অনুষ্ঠানে তার বিয়ে নিয়েও আলোচনার কখা ছিল। ইসরাইলি সেনারা তাকে বিনাকারণে গুলি করে রাস্তায় ফেলে রাখে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট খবর পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য।

কিন্তু ইসরাইলি সেনারা রক্তক্ষরণে ফিলিস্তিনি যুবকের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। এক ঘণ্টা পর তার মৃত্যু নিশ্চিত করে তাকে অ্যাম্বুলেন্সে ওঠানোর অনুমতি দেওয়া হয়।

তাকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়নি বলে মানবাধিকার সংগঠনটির তদন্তে উঠে আসে। ফরেনসিক আর্কিটেকচার নামে সংগঠনটি মঙ্গলবার এ ব্যাপারে তাদের তদন্ত রিপোর্ট প্রকাশ করে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।