মানিকনগরের রাজধানীর ‘কুমিল্লা পট্টিতে’ ভয়াবহ আগুন

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১ | আপডেট: ৫:৩১:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১

রাজধানীর মানিকনগরে কুমিল্লা পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

রোববার সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা মো. রায়হান এ বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার সংবাদ শুনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পায়নি ফায়ার সার্ভিসের সদস্যরা।