বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১ | আপডেট: ৩:১৩:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

বরিশালে ছাত্রদলের এক নেতাকে কুপিয়েছেন প্রতিপক্ষরা।

আহত শাহজাদা মোল্লা (৩০) নামের ওই নেতাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে নগরীর ২০নং ওয়ার্ড কলেজ অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির বরিশাল বিভাগীয় সম্মেলনে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষের জেরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির যুগান্তরকে বলেন, জিলা স্কুল মাঠে সমাবেশ শেষ করে রাতে নিজ এলাকায় বাসার পাশেই একটি চায়ের দোকানে বসে ছিল শাহজাদা। এ সময় প্রতিপক্ষ গ্রুপের কামরুল, টিপু, কাদের এসে হামলা চালায়। তাদের দেশীয় অস্ত্রের আঘাতে শাহজাদার দুই হাতেই গুরুতর জখম হয়েছে। আহত শাহজাদা মহানগর ছাত্রদলের সহসভাপতি পদপ্রত্যাশী বলে জানান তিনি।

প্রসঙ্গত ছয় সিটি করপোরেশনে ক্ষমতাসীন দলের ভোট কারচুপির প্রতিবাদে বৃহস্পতিবার বরিশাল জিলা স্কুল মাঠে বিভাগীয় সম্মেলন হয়। সেখানে কেন্দ্রীয় নেতাদের সামনেই সংঘর্ষে জড়ায় মহানগরের সভাপতি রেজাউল করিম রনি ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরের অনুসারীরা।