২৪ ঘণ্টায় করোনায় আরো ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৩

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১ | আপডেট: ২:২০:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩১৪ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪৪৩ জন। মোট শনাক্ত ৫ লাখ ৪১ হাজার ৮৭৭ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৬৩৩ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৮৯ হাজার ২৫৪ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ২১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪৩১টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৬১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৮ লাখ ৯৩ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৬৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।