আল জাজিরার রিটের শুনানি শেষ, আদেশ তিনটায়

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, |                          

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন তার মতামত উপস্থাপন করেন আদালত। বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে এ শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য আজ তিনটায় আদেশের জন্য সময় নির্ধারন করেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি এ রিটের ওপর অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে সুপ্রিম কোর্টের ছয়জন সিনিয়র আইনজীবী তাদের মতামত তুলে ধরেন।