SylhetNewsWorld | মারা গেছেন আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেনাম - SylhetNewsWorld
সর্বশেষ

মারা গেছেন আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেনাম

  |  ১৮:০১, ফেব্রুয়ারি ১৫, ২০২১

আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেনাম রোববার বুয়েন্স আয়ার্সের একটি ক্লিনিকে মারা গেছেন। এ সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। দেশে নব্যউদারবাদী অর্থনীতি চালু করায় তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। খবর এএফপি’র।

খবরে বলা হয়, মেনাম শারীরিকভাবে খুবই দূর্বল হয়ে পড়েছিলেন। নিউমোনিয়ার কারণে সাম্প্রতিক মাসগুলোতে তাকে কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়।

ক্ষমতাসিন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ টুইটার বার্তায় তার মৃত্যুর খবরে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং মেনামের পরিবারের প্রতি আন্তরিক শোক জানিয়েছেন। ফার্নান্দেজ মেনামের মৃত্যুতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

মেনামকে বুয়েন্স আয়ার্সে ইসলামিক কবরস্থানে তার ছেলে কার্লোস মেনাম জুনিয়রের পাশে আজ সোমবার দাফন করা হবে। কার্লোস জুনিয়র ১৯৯৫ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ