গ্রীসে লকডাউন বৃদ্ধি করোনায় ছাত্র-ছাত্রী আক্রান্ত

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, |                          

গ্রীস প্রতিনিধি:

গ্রীসে করোনার তৃতীয় ধাপে আক্রান্তের সংখ্যা ১৫২৬ জন । ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম তবুও গ্রীক বিশেষজ্ঞরা গুরুত্বের সাথে দেখছেন । হাসপাতালের আইসিইউতে স্থান সংকুলান হচ্ছে না। ফেব্রুয়ারি মাসে এক হাজার ছাত্র-ছাত্রী আক্রান্ত হয়েছে।

এজন্য সরকারের ঘোষনায় বন্ধ হল শিক্ষা প্রতিষ্ঠান। সকল খুচরা দোকান বন্ধ থাকবে। ১১ ই ফেব্রুয়ারী থেকে ২৮ শে ফেব্রুয়ারী পর্যন্ত লকডাউন বৃদ্ধি করা হয়েছে।

আজ মেগারো মাক্সিমোতে প্রধানমন্ত্রী কিরিয়াকস্ মিচোতাকিস, স্বাস্থ্য মন্ত্রী বাসিলিস কিকিলিয়াস, নাগরিক সুরক্ষা প্রতিমন্ত্রী নিকোস খারদালিয়াস, প্রফেসর সতিরিস চিওদ্রাস, এওডি প্রেসিডেন্ট পানাইওতি আরকুমানিয়া ও বিশেষজ্ঞগণের তাৎক্ষণিক সভা থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।