ক্লাব বিশ্বকাপের ফাইনালে বায়ার্ন

জোড়া গোল করে বায়ার্ন মিউনিখকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুললেন রর্বাট লেভান্ডোভস্কি। সেমিফাইনালে ইউরোপ চ্যাম্পিয়নরা ২-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকা অঞ্চলের চ্যাম্পিয়ন দল আল আহলিকে।
সোমবার রাতে কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বায়ার্ন। ১৭ মিনিটে লেভান্ডোভস্কির গোলে এগিয়ে যায় জার্মান দলটি। খেলায় ফিরতে দুই একবার সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি মিশরের দল আহলি। দ্বিতীয়ার্ধে আরও একবার নিশানাভেদ কারেন লেভান্ডোভস্কি। ৮৫ মিনিটে এই পোলিশ স্ট্রাইকারের গোলে ব্যাবধান দ্বিগুণ করে বায়ার্ন মিউনিখ। বাকি সময় আর গোল না হওয়ায় ফাইনালে ওঠার আনন্দে মাতে মিউনিখের ক্লাবটি।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টায় কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ফাইনালে তারা মুখোমুখি হবে মধ্য আমেরিকা অঞ্চলের চ্যাম্পিয়ন মেক্সিকোর দল টাইগ্রেস ইউএনএলের বিপক্ষে।