এক দ‌ড়ি‌তে ঝুলছিলো মা-মে‌য়ের লাশ

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

এক দ‌ড়ি‌তে ঝুলছিলো মা-মে‌য়ের লাশ

কিশোরগঞ্জে তাড়াইলে নি‌জ ঘরে এক দড়িতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামে নিহতদের বাড়ির দরজা ভেঙে লাশ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

মঙ্গলবার নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদরের জেনারেল হাসপাতালে পাঠানোর কথা রয়েছে বলে জানিয়েছেন তাড়াইল থানার ওসি।

নিহতরা হলেন- ওই গ্রামের পারভেজ আহমেদ ওরফে উমায়ের স্ত্রী শাহনাজ (২৮) এবং তার ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়ে প্রিয়তি (১২)। তাড়াইল থানার ওসি মো. ম‌জিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে‌ছেন।

পু‌লিশ জানায়, রা‌হেলা গ্রা‌মের ওমা‌য়ে‌রের স্ত্রী শাহনাজ ও তার মেয়ে প্রিয়‌তির মর‌দেহ বসত ঘ‌রে এক‌টি দ‌ড়ি‌তে ঝুল‌তে দে‌খে আশপা‌শের লোকজন পু‌লি‌শে খবর দেয়। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থলে গি‌য়ে ঘ‌রের দরজা ভেঙে তা‌দের মর‌দেহ উদ্ধার ক‌রে। এ সময় শাহনা‌জের স্বামী ওমা‌য়ের‌কে বা‌ড়ি‌তে পাওয়া যায়‌নি।

ওসি জানান, শাহনাজ এক সময় ওমা‌নে শ্রমিকের কাজ কর‌তেন। তার স্বামী নরসিংদীতে আরেকটি বি‌য়ে ক‌রে‌ছেন। বা‌ড়ি আসার পর স্বামীর সা‌থে তার সম্পর্ক ভা‌লো যা‌চ্ছি‌লো না। ত‌বে মা ও ‌মে‌য়ের মৃত্যুর স‌ঠিক কারণ জানা যায়‌নি।

এ সংক্রান্ত আরও সংবাদ