সিলেটে ভ্যাকসিন গ্রহণে আগ্রহ জনমনে

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, |                          

সিলেটে করোনা থেকে রক্ষার জন্য টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে মানুষের। প্রথমদিনের টিকা গ্রহণের পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় আজ ২য় দিনে টিকা গ্রহণে উৎসাহ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে । অনেকেই টিকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ।

গতকাল সিলেট জেলা ও মহানগর মিলিয়ে যেখানে করোনার টিকা গ্রহণ করেছিলেন ৯৪৮ জন আজ করোনা টিকা গ্রহণের ২য় দিনে শুধু সিলেট নগরেই টিকা নিয়েছেন ১২১৯ জন । আজ সিলেট ওসমানী মেডিকেল কলেজ কেন্দ্রে ভ্যাকসিন গ্রহণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ,সিলেট এম.এ.জি হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা: মইনুল হক, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ । সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এসব মানুষ টিকা গ্রহন করেন ।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, সিলেট নগরীতে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রয়েছে ২টি টিকাদান কেন্দ্র। একটি হচ্ছে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরটি সিলেট পুলিশ হাসপাতালে । ২ টি কেন্দ্রেই আজ ১২১৯ জন টিকা গ্রহণ করেছেন ।

সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা: হিমাংশু লাল রায় জানান, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১২ টি বুথে টিকা নিয়েছেন ১০৬৯ জন । এর মধ্যে ৭১৩ জন পুরুষ,৩৫৬ জন নারী । এবং সিলেট পুলিশ হাসপাতালে টিকা গ্রহণ করেছেন ১৫০ জন, এর মধ্যে পুরুষ ১২১,নারী ২৯ ।

সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডল জানান, গতকাল উদ্বোধনী দিনে সিলেটে টিকা গ্রহণ করেছিলেন ৯৪৮ জন,আজ মহানগরের ২ টি কেন্দ্রেই টিকা নিয়েছেন ১২১৯ জন । জেলার ১২ উপজেলার টিকা গ্রহণকারীর সংখ্যা এখনো নির্দিষ্ট করা সম্ভব হয়নি । মানুষের মধ্যে টিকা নিয়ে বিভ্রান্তি কেটে যাচ্ছে । আশা করছি দিন যত যাবে করোনার টিকা গ্রহণকারীর সংখ্যা তত বাড়বে ।

প্রসঙ্গত, সোমবার(৮ জানুয়ারি) সকাল নয়টা থেকে সিলেট নগরের এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ও বিভাগীয় পুলিশ হাসপাতাল কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। সিলেটে প্রথম টিকা গ্রহণ করেন বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি ।