ইংল্যান্ডে লোন জালিয়াত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, |                          

করোনাভাইরাস মহামারির সময়ে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সহজ শর্তে দেয়া বাউন্সব্যাক লোন নিয়ে ব্যাপক জালিয়াতী হয়েছে বলে বিবিসির রিপোর্টে প্রকাশিত হয়েছে। এবার এই চক্রের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ।

ব্যাংকগুলো থেকে ৪০ বিলিয়ন পাউন্ডের বেশি বাউন্স ব্যাক লোন গ্রহন করা হয়েছে ব্যবসার উন্নতির জন্য। আর ৫০ হাজার পাউন্ড করে উত্তোলন করা হয়েছে বেশিরভাগর ব্যবসা প্রতিষ্ঠানের নামে। এখন এসকল ব্যবসার অনেকগুলোই বিক্রি করা হচ্ছে বলে জানতে পেরেছে বিবিসি।

অভিজ্ঞরা বলছেন, বিলিয়ন বিলিয়ন পাউন্ড সম্ভবত ফ্রড হয়েছে যা আর পাওয়া নাও যেতে পারে। বিবিসি বলছে কিছু লোককে একচেটিয়া সুযোগ দেয়া হয়েছিলো ।