ইংল্যান্ডে জন্মদিনের অনুষ্ঠানে ১০,০০০ পাউন্ড জরিমানা

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১

ইংল্যান্ডে জন্মদিনের অনুষ্ঠানে ১০,০০০ পাউন্ড জরিমানা

৩০ জনেরও বেশী লোকের জন্মদিনের পার্টিতে অংশ নেওয়ার পর কোভিডের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে একজন মহিলাকে ১০,০০০ পাউন্ড জরিমানা করা হয়েছে।

রবিবার ভোরে অর্মসকার্কের উইগান রোডের একটি বাড়িতে ল্যাঙ্কাশায়ার পুলিশ এই সমাবেশ ভেঙ্গে ফেলে।

বাহিনীর একজন মুখপাত্র বলেছেন অংশগ্রহণকারীরা এজ হিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে মনে করা হচ্ছে।

তিনি বলেন, কর্মকর্তারা আসার পর অনেকে পালিয়ে গেছে, কিন্তু নয়জনকে ৮০০ পাউন্ড জরিমানা নোটিশ জারি করা হয়েছে।

পুলিশ বাহিনীর বডি-পরিহিত ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে মহিলাটি পার্টির আয়োজন করেছিল, সে কর্মকর্তাদের বলছে যে এটা “সামান্য জমায়েত” হওয়ার কথা ছিল।

“আপনি কিভাবে আশা করেন যে ২০ বছর বয়সী একটি মেয়ে এর জন্য ১০,০০০ পাউন্ড দেবে?” তিনি আরো বলেন: “এর মূল্য ১০,০০০ পাউন্ড নয়।”

বাহিনী বলেছে, জরিমানা ছাড়াও একজন কর্মকর্তাকে ধাক্কা দেওয়ার পর ২৩ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয় এবং এপ্রিলে তাকে প্রেস্টন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ