সৌদি আরব যাচ্ছেন কাতারের আমির

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১ | আপডেট: ৫:৪৮:অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১

কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে মধ্যপ্রাচ্যে স্বস্তির আবহ সৃষ্টি হয়েছে। সৌদি আরবে হতে যাওয়া গালফ কো-অপারেটিভ কাউন্সিলের (জিসিসি) সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতারের জন্য আকাশ, স্থল ও জলপথে সব সীমান্ত খুলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। তারা ও তাদের আরব মিত্ররা এখন থেকে প্রায় সাড়ে তিন বছর আগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ফলে পারস্য উপসাগরে নতুন এক সঙ্কট সৃষ্টি হয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। সোমবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল সাবাহ ঘোষণা দেন, জিসিসির মঙ্গলবারের সম্মেলনে অংশ নিচ্ছেন কাতারের আমির শেখ তামিম। এর মধ্য দিয়ে উপসাগরীয় অঞ্চলে বিদ্যমান অনেক সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

কুয়েতের আমির শেখ নাওয়াফের প্রস্তাবের ভিত্তিতে সৌদি আরব ও কাতারের মধ্যকার যোগাযোগ আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে শুরু হবে। এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কুয়েতের আমির এরই মধ্যে ফোনে কথা বলেছেন কাতারের আমির ও সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সঙ্গে। ওই টেলিসংলাপে প্রত্যেকেই একীভূত হওয়ার ওপর জোর দিয়েছেন।