২৬ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, |                          

আজ ২৬ ফেব্রুয়ারি ২০২২, শনিবার। ১৪ ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৭ তম (অধিবর্ষে ৫৮ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৯৭ – ব্যাংক অব ইংল্যান্ড প্রথম এক পাউন্ডের নোট প্রচলন করে।
১৮৪৮ – দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত।
১৮৭০ – নিউ ইয়র্কে প্রথম সাবওয়ে লাইন খুলে দেওয়া হয়।
১৮৭১ – ফ্রান্স-জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষর।
১৯৫২ – যুক্তরাজ্য পারমাণবিক বোমা তৈরির ঘোষণা দেয়।

জন্ম

১৮০২ – ভিক্টর হুগো, ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী।
১৯০৮ – লীলা মজুমদার, বাঙালি সাহিত্যিক।
১৯০৯ – তালাল বিন আবদুল্লাহ, জর্ডানের দ্বিতীয় বাদশাহ।
১৯৩৬ – নূর মোহাম্মদ শেখ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা ৷

মৃত্যু

১৯৬৬ – বিনায়ক দামোদর সাভারকর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী নেতা।
২০০৫ – অভিজিৎ রায়, বাংলাদেশি লেখক ও ব্লগার।

বিএ/২৬ ফেব্রুয়ারি