রাশিয়ার আকাশে নিষিদ্ধ যুক্তরাজ্যের সবধরনের বিমান

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২ | আপডেট: ১:২৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২

যুক্তরাজ্যের সবধরনের বিমান নিজেদের আকাশ সীমায় নিষিদ্ধ করেছে রাশিয়া। এমনকি যুক্তরাজ্যের সাথে কোনো ধরনের সংযোগ আছে এমন বিমানও রাশিয়ার আকাশ সীমা ব্যবহার করতে পারবে না।

ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর যুক্তরাজ্য রাশিয়ার পতাকাবাহী বিমানের অবতরণ বন্ধ করে দেয়, তার পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কো এই সিদ্ধান্ত নিয়েছে।

রুশ বিমান চলাচল কতৃপক্ষ জানিয়েছে, ‘ যুক্তরাজ্যের মালিকানাধীন কিংবা লিজ অথবা দেশটির কোনো কোম্পানির মালিকানায় থাকা বিমান রাশিয়ার আকাশ সীমা ব্যবহার করতে পারবে না।’ সাথে মস্কো জানিয়েছে, যুক্তরাজ্যের বিমান চলাচল কর্তৃপক্ষ অবন্ধুত্ব সুলভ আচরণ করেছে।
সূত্র: বিবিসি