
ব্রাহ্মণবাড়িয়ার সদরে শাহীন মিয়া (২৫) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালক শাহীন মিয়া জেলা শহরের মেড্ডা মৌভাগ এলাকার জাকির হোসেনের ছেলে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, শাহীন রাতে জেলা শহরে অটোরিকশা চালান। ধারণা করা হচ্ছে, শুক্রবার ভোররাতে যাত্রীবেশে উঠে তার অটোরিকশাটি উলচাপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। আমরা ইতিমধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে অভিযান শুরু করেছি।
তিনি আরও বলেন, রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহীনের লাশ উদ্ধার করে। পরবর্তীতে লাশটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।