করোনায় মৃত্যু বাড়ায় ইরানে ৬ দিনের লকডাউন

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১ | আপডেট: ৪:২৬:অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

করোনাভাইরাসের পঞ্চম ঢেউ চলছে ইরানে। হঠাৎ করে এ প্রাণঘাতী ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় সোমবার থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে ইরান।

এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশটির সরকার সোমবার থেকে পরবর্তী ছয় দিন কঠোর লকডাউন ঘোষণা করেছে। খবর আরব নিউজে।

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশটিতে ৪৬৬ জনের মৃত্যুর পর তেহরান এ সিদ্ধান্ত নিয়েছে।

ইরানের জাতীয় করোনাভাইরাস সংক্রান্ত টাস্কফোর্স সারাদেশে মার্কেট, সরকারি দপ্তর, ব্যাংক, সিনেমা হল, জিম, রেস্তোরাঁসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

এ সময় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণের ওপরও নিষেজ্ঞাও আরোপ করা হয়। রোববার দেশটিতে নতুন করে ২৯ হাজার ৭০০ করোনা রোগী শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত ইরানে করোনায় ৯৭ হাজার ২০৮ জন মারা গেছেন এবং মোট আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৮৯ হাজার ৮৫ জন।

গত সপ্তাহে দৈনিক মৃত্যুতে রেকর্ড গড়েছে দেশটি। এদিন করোনায় ইরানে মারা গেছে ৫৮৮ জন এবং আক্রান্ত হন ৪২ হাজার ৫৪১ জন।