প্রথম দিনে দুই ঘণ্টার মধ্যে টিকা শেষ

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, |                          

করোনা মোকাবিলায় আজ (শনিবার) থেকে সারাদেশে শুরু হয়েছে গণটিকা কর্মসূচি। প্রথমদিনেই আর্দ্র আবহাওয়ার মাঝেও মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে রাজধানীর কেন্দ্রগুলোতে। কিন্তু শুরু হওয়ার পর মাত্র ২ ঘণ্টার ব্যবধানে সাড়ে ৩শ’ টিকা প্রদান সম্পন্ন হয়ে যায়।

শনিবার (৭ আগস্ট) সকালে মিরপুরের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রগুলোতে টিকাগ্রহণের জন্য সাধারণ মানুষের ভিড়। ২৫ বছরের ঊর্ধ্বে টিকা দেয়ার নির্দেশনা থাকলেও প্রথমদিনে ৬০ বছর বয়সের নিচে কাউকে টিকা দেয়া হয়নি। ৬০ বছরের কম বয়সীদের আগামীকাল আসতে বলা হয়েছে। ওয়ার্ড

কমিশনাররা জানিয়েছেন, কেন্দ্রগুলোতে সাড়ে ৩শ’ করে টিকা দেয়া হলেও মাত্র দুই ঘণ্টার ব্যবধানে সব টিকা শেষ হয়ে যায়।

ঢাকা উত্তর সিটি এলাকার মিরপুর ১৪ নম্বর ওয়ার্ডের টিকা প্রদানকারী ভলান্টিয়ার সাইফুল বলেন, ‘আজকে বয়স্কদের জাতীয় পরিচয়পত্র দেখে টিকা দেয়া হয়েছে। প্রথম ডোজ টিকা দেয়ার পর আগামী মাসের ৭ তারিখে তাদের দ্বিতীয় ডোজের দিন নির্ধারণ করা হয়েছে। টিকা নিতে কোনো রেজিস্ট্রেশন লাগছে না। আর যারা অন্য কেন্দ্রে রেজিস্ট্রেশন করেছেন তারা এখানে টিকা দিতে পারবেন না।’

অপরদিকে বিভিন্ন কেন্দ্রে টিকা নিতে আশা মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তাকর্মীদের।

টিকা নেয়ার পর অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘সুন্দর পরিবেশে নির্বিঘ্নে টিকা নিতে পেরেছি। কোনো সমস্যা হয়নি।’

সারাদেশে ২৫ বছরের ঊর্ধ্বের জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী ও দুর্গম অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে গণটিকাদান কার্যক্রম।

দেশের চার হাজার ৬০০টি ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে একযোগে টিকা দেয়া হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে টিকা দিতে কেন্দ্র থাকবে প্রায় ১৪ হাজার। সারা দেশে ৮১ হাজার ১৬৫ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী এ কাজে নিয়োজিত থাকবেন।