রাজধানীতে গ্রেপ্তার ৫৬৬, জরিমানা সাড়ে ১১ লাখ

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, |                          
রাজধানীতে গ্রেপ্তার ৫৬৬, জরিমানা সাড়ে ১১ লাখ

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের চতুর্থ দিনে সরকারি বিধি-নিষেধ অমাণ্য করায় ৫৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৪৪৩টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১০ লাখ ২২ হাজার টাকা। এ নিয়ে লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে মোট এক হাজার ৯৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, অনেক মানুষই সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাইরে বের হচ্ছে। বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞেসা করলে নানা ধরনের অযৌক্তিক অজুহাত দেখাচ্ছেন। এ ধরনের মানুষের বাইরে ঘোরা ফেরা ঠেকাতে মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়া কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।