উড্ডয়নের আগে বিমানে ত্রুটি, আবুধাবিতে আটকা ১২০ বাংলাদেশি

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, |                          

উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমানে ত্রুটি দেখা দেওয়ায় আবুধাবিতে ১২০ বাংলাদেশি যাত্রী আটকা পড়েছেন।

জানা গেছে, আবুধাবি থেকে ১২০ যাত্রীকে আনতে রোববার রাত ১১টার দিকে বিমানের বোয়িং ৭৩৭ মডেলের একটি উড়োজাহাজ ঢাকা ত্যাগ করে।

সোমবার সকাল ১০টার দিকে বিমানের ওই ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের আগে বিমানের ফ্লাইট কন্ট্রোল ডিভাইস নষ্ট হয়ে যায়। দুই ঘণ্টা চেষ্টা করেও ঠিক করতে না পারায় ফ্লাইটটি গ্রাউন্ডেড ঘোষণা করা হয়।

এতে ভোগান্তিতে পড়েন বিমানে থাকা নারী ও শিশুসহ অন্য যাত্রীরা। সঙ্গে খাবার না থাকায় অবর্ণনীয় কষ্ট করতে হয় তাদের। পর তাদের একটি হোটেলে নিয়ে রাখা হয়।

জানা গেছে, আজ সন্ধা ৭টার দিকে পার্টস নিয়ে বিমানের আরেকটি ফ্লাইট আবুধাবি যাবে। তার পর সেটি মেরামতের পর ঢাকার উদ্দেশে রওনা দেবে। তবে ফ্লাইটটি ঠিক কখন আবুধাবি থেকে রওনা দেবে তা নিশ্চিত নয়।

এদিকে আবুধাবিতে আটকাপড়া যাত্রীদের জন্য সকাল থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় রয়েছেন স্বজনরা। নির্ধারিত সময়ের পরও ফ্লাইটটি না আসায় তারাও চরম ভোগান্তিতে পড়েছেন। কখন তারা ফিরবেন, সেই অপেক্ষায় প্রহর গুনছেন আত্মীয়রা।