
সিলেটে করোনা গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেট জেলার চারজন, হবিগঞ্জের দুইজন, মৌলভীবাজার ও সুনামগঞ্জে একজন করে মৃত্যু বরণ করেন।
নতুন করে রেকর্ড সংখ্যক রোগী করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন ২৫৩ জন। এর মধ্যে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ৭৬ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫৪ জন, মৌলভীবাজারে ৬১ জন ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন থাকা ৪১ জন রোগী করোনা আক্রান্ত হয়েছেন।
সিলেটে আইসিউ সংকট চলছে। তবে ঝুঁকিতে থাকা রোগীদের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।