করোনায় একদিনে আরও ৬৩ জনের মৃত্যু,শনাক্ত ৩৮৪০

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২১ | আপডেট: ৪:৫৮:অপরাহ্ণ, জুন ১৭, ২০২১

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৩৪৫ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৪০ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৪১ হাজার ৮৭ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৭১৪ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ৫২৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭৭১টি নমুনা সংগ্রহ এবং ২৪ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬২ লাখ ৬৭ হাজার ৬৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৩২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।