SylhetNewsWorld | ইসরাইলের বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে হামাসের ২ সদস্য নিহত - SylhetNewsWorld
সর্বশেষ

ইসরাইলের বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে হামাসের ২ সদস্য নিহত

  |  ০৮:০১, জুন ০৩, ২০২১

অবরুদ্ধ গাজায় হামাসের একটি ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন সংগঠনটির সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডসের দুই সদস্য।

বৃহস্পতিবার এ তথ্য জানায় ইরানের গণমাধ্যম পার্সটুডে।

প্রতিবেদনে বলা হয়, গাজায় হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ‘ফিলিস্তিন আলআন’ বার্তা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
হামাসের একটি বিশেষজ্ঞ দল গাজায় সাম্প্রতিক আগ্রাসনের সময় ইসরাইলের ছোড়া একটি বোমা নিষ্ক্রিয় করার কাজ করছিল। এ সময় বোমাটি বিস্ফোরিত হয়।

ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডস থেকেও বিবৃতির মাধ্যমে তাদের দুই সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হামাসের এ সামরিক শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নিহত দুই যোদ্ধার নাম ওসামা ফজল জুনাইনা ও আহমাদ জাকি আবু হুসাইরা।

মে মাসের শুরুর দিকে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের দমন অভিযানের প্রতিবাদে রকেট হামলা চালানো হয় গাজা থেকে। টানা ১২ দিন চলে যুদ্ধ। পরে ১২ দিনের মাথায় যুদ্ধবিরতি মেনে নেয় দুপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ